
জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাবের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সংগীতশিল্পী জেফার রহমান। তিন বছর আগে বিয়ে করা রাফসান সাবাবের সাথে সম্প্রতি সম্পর্কের ইতি টানলেন চিকিৎসক সানিয়া এশা।
এদিকে রাফসান সাবাবের বিবাহবিচ্ছেদের খবর সামনে আসতেই আরও একটি নাম আলোচনায় এসেছে। আর সেটি হচ্ছে সংগীতশিল্পী জেফার রহমান। সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে, জেফারের সঙ্গে সম্পর্কের কারণেই স্ত্রী এশাকে ডিভোর্স দিয়েছেন রাফসান।
এদিকে রোববার (১২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এশা বলেন, ‘আমি এই ডিভোর্স চাইনি। এটা আমাদের দুজনের সিদ্ধান্তে হয়নি।’
এশার এই পোস্ট যেন জেফার-রাফসান গুঞ্জন আরও বাড়িয়ে দেয়। এশা বিচ্ছেদ প্রসঙ্গে আরও বলেন, আমি শেষ পর্যন্ত আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছি। তবে রাফসান আমার অনুমিত ছাড়াই এমনকি ডিভোর্স লেটারে আমার স্বাক্ষর ছাড়াই বিচ্ছেদের ঘোষণা দিয়েছে।’
জেফারের সঙ্গে রাফসানের সম্পর্ক নিয়ে আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন এই সংগীতশিল্পী। যেখানে জেফার দাবি করেছেন, রাফসানের সঙ্গে সম্পর্কটা শুধুই বন্ধুত্বের। এর আগে একই দাবি করেছেন রাফসানও।
এ প্রসঙ্গে জেফার বলেন, ‘সাধারণত আমি এসব বিষেয় এড়িয়ে চলার চেষ্টা করি। তবে এ বিষয়টি অনেক দূর গড়িয়েছে। রাফসান আমার বন্ধু, অনেকটা ইন্ডাস্ট্রির অন্য বন্ধুদের মতো।’
এ গায়িকা বলেন, ‘আমরা শো করেছি, অনেক ইভেন্টে অংশ নিয়েছি এমনকি হ্যাং আউট করেছি, তবে এটি কেবল আমরা দুজনই নয়, আমাদের সাথে আমাদের অন্যান্য বন্ধুও ছিল।’
জেফারের ভাষ্য,
সামাজিক যোগাযোগমাধ্যমে যা পড়বেন, তাই বিশ্বাস করবেন না। কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ করছে, সেটি আবার কোনো ধরনের প্রমাণ ছাড়াই, এর মানে এই নয় যে আপনাকে বিশ্বাস করতে হবে।
এর আগে গত ৯ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিজের বিবাহবিচ্ছেদের খবর জানান রাফসান।
ওই পোস্টে রাফসান লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বলতে হচ্ছে যে, এশার সঙ্গে আমার সম্পর্কের ইতি ঘটেছে। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেয়াটা খুব সহজ ছিল না, কিন্তু অনেক চিন্তাভাবনার পর দুজনের আলাদা হয়ে যাওয়াটাই আমার কাছে সেরা উপায় বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে তিন বছরের পথচলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক।’
সবার উদ্দেশে রাফসান লেখেন, ‘আপনারা যদি এই বিষয়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করেন এবং আপনাদের শুভকামনায় রাখেন তাহলে কৃতজ্ঞ থাকব।’
দেশের জনপ্রিয় উপস্থাপকদের একজন রাফসান সাবাব। কলেজে পড়াকালে উপস্থাপনার সঙ্গে জড়ান রাফসান সাবাব। আইবিএর শেষ বর্ষে থাকাবস্থায় ‘টেন মিনিটস স্কুল’-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের সঙ্গে তার কাজের সুযোগ হয়। আয়মান সাদিকের সহযোগিতায় ২০১৭ সালে যাত্রা শুরু করেন ‘টেন মিনিটস স্কুল শো’র। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেতে শুরু করেন। এরপর রাফসান লঞ্চ করেন ‘হ্যাশ ট্যাগ’ নামে আরেকটি শো। সেটিও দর্শকপ্রিয় হয়। সবশেষে তিনি লঞ্চ করেন ইউটিউব শো ‘হোয়াট অ্যা শো’। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। শোটি এখন দেশের সর্বাধিক জনপ্রিয় ইউটিউব শো।
এসইউ