22 C
Chittagong
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদবিনোদনবলিউডে পা দিয়েই বাড়ি কিনলেন অনন্যা

বলিউডে পা দিয়েই বাড়ি কিনলেন অনন্যা

  ডেস্ক নিউজ

বলিউডে পা দিয়েই বিলাসবহুল বাড়ি কিনলেন অনন্যা পাণ্ডে। বলিপাড়ায় ছবি হিট না হলেও গুঞ্জন পাড়ায় সুপারহিট বলিউডের চোখের মণি অনন্যা পাণ্ডে। একেই বলে প্রেমের ম্যাজিক। আদিত্য রায় কাপুরের হাত মিলিয়ে বলিপাড়ায় দর বাড়িয়ে চলেছেন দুষ্টুমিষ্টি এ নায়িকা। সদ্য বলিপাড়ায় পা রাখা অনন্যা এবার কিনে ফেলেছেন বিলাসবহুল বাড়ি!

অনন্যা নতুন বাড়ি কেনার খবর শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। এতে তিনি লিখেছেন, আমার নিজের বাড়ি। আমার নতুন শুরু আপনাদের সবার ভালোবাসা চাই।

এদিকে অনন্যার এই পোস্ট ঘিরে চলছে হইচই। গুঞ্জনে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, অনন্যা নাকি এবার বাবার বাড়ি ছেড়ে নিজের বাড়িতেই থাকতে চলেছেন।

শোনা যাচ্ছে, তার নাকি লিভ ইন সম্পর্কে থাকার প্ল্যান। আর লিভ ইন পার্টনার নাকি আদিত্য রায় কাপুরই! তবে এ বিষয়ে কেউ মুখ খুলেননি।

সর্বশেষ