
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
২৩ মে, মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।
এতে ৪২ হাজার ১৯০ জন শিক্ষার্থীদের মধ্যে পাস করেছে ১২ হাজার ৩৫২ জন। সে হিসেবে পাসের হার ২৯.২৮ শতাংশ। ফেল করেছে ২৯ হাজার ৮৩৮ জন। ফেলের হার ৭০.৭২ শতাংশ।
গতকাল সোমবার চবি’র এ ইউনিটের ভর্তি পরীক্ষায় শতকরা ৫৫ ভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
এ ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন ৪০ নম্বর পেয়ে পাস করেছেন ২৬ হাজার ৯০৭ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৪৫ দশমিক ২২ ভাগ। সর্বনিম্ন ৪০ নম্বর না পেয়ে অকৃতকার্য হয়েছেন ৩২ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ৫৪ দশমিক ৭৮ ভাগ। ওএমআর শিট বাতিল হয়েছে ৫৯৭টি।
ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://admission.cu.ac.bd) ও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে (University of Chittagong) দেখা যাবে।
সিএস