22 C
Chittagong
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদঅর্থনীতিচট্টগ্রামে ইআরডি’র কর্মশালা অনুষ্ঠিত

Trade Facilitation for Improving the Competitiveness: Challenges and Way Forward

চট্টগ্রামে ইআরডি’র কর্মশালা অনুষ্ঠিত

  নিজস্ব প্রতিবেদক

ব্যবসা বাণিজ্যের সময় ও খরচ কমিয়ে আনতে ‘ন্যাশনাল সিঙ্গল উইন্ডো’-এর দ্রুত বাস্তবায়নের দাবী জানানোসহ জাতীয় লজিস্টিকস নীতিমালা প্রণয়ন এবং অধিকতর অটোমেশনের মাধ্যমে বন্দরে পণ্য খালাসের সময় হ্রাসের আহবান জানিয়েছেন বক্তারা। 

৪ নভেম্বর, শনিবার নগরীতে আয়োাজিত ‘Trade Facilitation for Improving the Competitiveness: Challenges and Way Forward’ শীর্ষক এক কর্মশালায় বক্তব্য প্রদানকালে তারা এসব দাবী জানান। চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এই কর্মশালার আয়োজন করে।

চট্টগ্রামের জেলা প্রশাসক  আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর সচিব মিজ শরিফা খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মানিত ভাইস চেয়ারম্যান এ.এইচ.এম. আহসান এবং চট্টগ্রাম বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সম্মানিত সদস্য মো. হাবিবুর রহমান।

একটি দেশের সার্বিক বাণিজ্যিক কর্মকাণ্ডে গতি আনয়নে বাণিজ্য সহজীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাণিজ্য সহজীকরণের জন্য বাণিজ্য সংক্রান্ত নিয়ম, নীতি ও পদ্ধতিসমূহের প্রয়োজনীয় আধুনিকীকরণ ও সমন্বয় সাধন প্রয়োজন। বাণিজ্য সহজীকরণ ব্যবসা-বাণিজ্যের দক্ষতা ও প্রতিযোগিতা সক্ষমতা অর্জন এবং বাণিজ্য সম্পাদনে সময় ও খরচ কমিয়ে আনতে সহায়তা করে।

স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ পরবর্তী সময়ে শুল্কমুক্ত কোটামুক্ত রপ্তানির সুবিধা ক্রমশ উঠে যাওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে কোনো ধরনের নেতিবাচক প্রভাব নিরসনের লক্ষ্যে এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দেশের সার্বিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সম্ভাব্য সকল বাণিজ্য সহজীকরণ নীতিপদ্ধতিসমূহ বাস্তবায়ন করা অত্যাবশ্যক বলে সংশ্লিষ্টরা মনে করেন।

সেই পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম অঞ্চলের সমুদ্র বন্দর, যোগাযোগ ব্যবস্থা ও লজিস্টিকস খাতের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা, বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে এক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনাসমূহ চিহ্নিতকরণ এবং তার আলোকে দেশের অর্থনীতি ও বাণিজ্যের সার্বিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায় তা পর্যালোচনার লক্ষ্যে আজকের এই কর্মশালা আয়োজন করা হয়েছে।

কর্মশালায় বক্তব্য প্রদানকালে ইআরডি সচিব মিজ শরিফা খান তার বক্তব্যে বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে আরও কার্যকর সমন্বয় সাধনের আহবান জানান।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান  এ.এইচ.এম. আহসান তাঁর বক্তৃতায় আমদানি রপ্তানি সংক্রান্ত প্রক্রিয়াসমূহ আরও বেশি অনলাইন ভিত্তিক করার উপর গুরুত্ব আরোপ করেন।

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার  মো: তোফায়েল ইসলাম তার বক্তব্যে আশা প্রকাশ করেন যে কর্মশালা থেকে আগত পরামর্শসমূহ সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়নে সরকারকে সহায়তা করবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মো. হাবিবুর রহমান বলেন, বন্দরসমূহের প্রয়োজনীয় সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যেকার সামুদ্রিক যোগাযোগ ও বাণিজ্যের অন্যতম কেন্দ্রস্থল হিসেবে আবির্ভূত হতে পারে।

সভাপতির  চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সদ্ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের রপ্তানিকারকগণ তাদের সক্ষমতা দ্বিগুণ করতে পারেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইআরডি-এর অতিরিক্ত সচিব ও এসএসজিপি প্রকল্পের প্রকল্প পরিচালক ফরিদ আজিজ। তিনি বলেন, উত্তরণ পরবর্তী সময়ে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য ও সার্বিক উন্নয়ন প্রক্রিয়ায় কি প্রভাব পড়তে পারে বা নতুন কি সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি হতে পারে সেই বিষয়ে স্থানীয় বেসরকারি খাত বিশেষত রপ্তানিমুখী শিল্পের প্রতিনিধিদের মধ্যে এখন থেকেই প্রয়োজনীয় সচেতনতা বৃদ্ধি করতে হবে।

কর্মশালার মূল বিষয়বস্তুর উপর একটি উপস্থাপনা প্রদান করেন ইআরডি-এর সাপোর্ট টু সাস্টেইনেবল গ্র্যাজুয়েশন প্রকল্পের কম্পোনেন্ট ম্যানেজার ড. মোস্তফা আবিদ খান।

কর্মশালায় প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর প্রেসিডেন্ট ওমর হাজ্জাজ, বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ এবং বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আমিরুল ইসলাম চৌধুরী।

বেসরকারি খাত ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইআরডি ও এসএসজিপি প্রকল্পের কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।

জাউসা

সর্বশেষ