28.7 C
Chittagong
বুধবার, ৭ জুন ২০২৩
প্রচ্ছদঅর্থনীতিচট্টগ্রামের কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ড দেখে অভিভূত জাপান শিপ ওনার্স এসোসিয়েশন

গ্রীন ইয়ার্ডের জন্য যা যা প্রয়োজন সব কিছুই এখানে আছে-কেইজি টমোডা

চট্টগ্রামের কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ড দেখে অভিভূত জাপান শিপ ওনার্স এসোসিয়েশন

  নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে হতে যাওয়া দেশের চতুর্থ গ্রীন শিপ ইয়ার্ড কেআর শীপ রিসাইক্লিং ইয়ার্ডের  পরিবেশ, শ্রমিকদের নিরাপত্তা, বর্জ্য সংরক্ষণ ব্যবস্থা দেখে অভিভূত হয়েছে জাপান শিপ ওনার্স এসোসিয়েশন। 

২২ মে,সোমবার দুপুরে সীতাকুণ্ডের কুমিরায় সমুদ্র তীরে অবস্থিত ইয়ার্ডটি ঘুরে দেখে গণমাধ্যমকে তাদের সন্তুষ্টির কথা জানান ১৪ সদস্যের জাপানি প্রতিনিধি দল।

পরিদর্শনে জাপান শিপ ওনার্স এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট কেইজি টমোডার নেতৃত্বে অংশ নেন এন ওয়াইকে লাইনের জেনারেল ম্যানেজার ও জাপানিজ শিপ রিসাইক্লিং কমিটির সদস্য টাকুয়া কইজুমি, এনএস ইউনাইটেড কাইয়ুন কাইসা ও জাপানিজ রিসাইক্লিং কমিটির বিকল্প সদস্য হিরোকি তানাকা, ক্লাস এনকে’র ম্যানেজার টাকেশি নারেসী, এমএলআইটির পরিচালক ড. মাসানোরী যুসিদা, এনওয়াইকে লাইনের ম্যানেজার জিগামি নবয়ুকি, জেএসএ’র ডিপুটি ম্যানেজার ইয়ামাগামি হিরোয়ুকি, কেএর ডিপুটি জেনারেল ম্যানেজার কুদু ইয়াসুশি, এনকে ক্লাস টিএলডি তানিগুচি রাইয়ুয়া, ইন কর্পোরেশন জেএনএস অতসুকি সুমিয়ুকি, এমওএল এর তাকাহাসি নবয়ুকি ও আকিয়ামা নাইয়ুকি।

শিপ ইয়ার্ডের ভেতর, জাহাজ কাটার স্থান এবং জাহাজের ভেতরে পরিদর্শনের পর জাপান শিপ ওনার্স এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট কেইজি টমোডা বলেন, কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ডের পরিবেশ অত্যন্ত ভালো। ইয়ার্ডের প্রতিটি ইউনিট আমরা ঘুরে দেখেছি। বিশেষ করে নিরাপত্তাজনিত ব্যাপারগুলো খুবই স্ট্রং এবং পরিকল্পিত। একটি গ্রীন ইয়ার্ডের জন্য যা যা প্রয়োজন তার সবটা এখানে চোখে পড়েছে। আমরা এতে খুবই সন্তুষ্ট।

ক্লাস এনকে’র ম্যানেজার টাকেশী নারেশী বলেন, কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ড বাংলাদেশের চতুর্থ গ্রীন শিপ ইয়ার্ড হতে যাচ্ছে। মোট ৪ টি শিপ ইয়ার্ড আমাদের ক্লায়েন্ট হয়েছে। তার মধ্যে কেআর অন্যতম। খুব দ্রুত তারা সনদ পেতে যাচ্ছেন। সার্বিক অবস্থা সন্তোষজনক।

পরে প্রতিষ্ঠানটির সেমিনার কক্ষে এক আলোচনা সভায় জাপানি প্রতিনিধি দলের মতবিনিয়ম করেন প্রতিষ্ঠানটির কর্ণধার তসলিম উদ্দিন ও কনসালটেন্ট মেরিন ইঞ্জিনিয়ার মাহবুব আলম।

সিএস/ জাউসা

সর্বশেষ