31.4 C
Chittagong
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদঢাকাপোষাক শ্রমিকের খন্ডিত লাশ উদ্ধার

পোষাক শ্রমিকের খন্ডিত লাশ উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের জয়দেবপুর কাজীবাড়ী এলাকায় রেললাইন থেকে এক পোষাক শ্রমিকের খন্ডিত লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। তার নাম মামুন (২৬)। তিনি শ্রীপুর থানার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে।

নিহত শ্রমিক গাজীপুরের মাওনা গরগরিয়া মাস্টারবাড়ি এলাকার প্যারামাউন্ট পোষাক কারখানার শ্রমিক।

১৮ সেপ্টেম্বর, সোমবার সকাল সাড়ে ১০ টায় জয়দেবপুর জি আর পি পুলিশ ফাড়ির ইনচার্জ শহিদুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

শহিদুল ইসলাম জানান, গতকাল রবিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ছেলেটি মারা যায় বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, রেলওয়ের হিসেব অনুযায়ী জয়দেবপুর জংশন থেকে দক্ষিনে ৩০৭/ ৪-৫ কিলোমিটারে ধীরাশ্রম সেকশনে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।

নিহতের চাচাত ভাই রমিজ উদ্দিন জানান, শ্রীপুরে কর্মরত আমার ভাই গাজীপুরে কি ভাবে আসল তা জানি না। বিযয়টি রহস্যজনক।

সিএস

সর্বশেষ