22 C
Chittagong
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদসংস্কৃতিনা ফেরার দেশে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা সুজিত রায়!

না ফেরার দেশে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা সুজিত রায়!

  নিজস্ব প্রতিবেদক

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, সংগীত পরিচালক ও শিল্পী বীর মুক্তিযোদ্ধা সুজিত রায় মারা গেছেন। 

২৩ অক্টোবর, সোমবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম নগরীর মেডিকেল সেন্টারে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। এর আগে রাত দুইটার দিকে বুকে ব্যাথা শুরু হলে তাকে মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু।

তিনি বলেন, আমরা শোকাহত। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ছিলেনি তিনি।

কন্ঠ শিল্পী হিসেবে মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা রেখেছিলেন জানিয়ে তিনি আরও বলেন, উনার মতো একজন গুণী শিল্পী এভাবে হঠাৎ করে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছিনা।

 

সর্বশেষ