
আগামীকাল ১৭ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার বিশেষায়িত প্রতিষ্ঠান প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলামের একক বংশীবাদন সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
উপমহাদেশের শাস্ত্রীয় ধারার নিবেদিত প্রাণ কিংবদন্তী বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম। তিনি বাঁশিতে সুর মূর্ছনার ইন্দ্রজাল বুনে বিমোহিত করেন শ্রোতাদের। তাঁকে নিয়ে নাগরিক জীবনের কোলাহল থেকে স্বল্প সময়ের জন্য বাঁশির সুরে মন্ত্রমুগ্ধ হয়ে হারিয়ে যাওয়ার শৈল্পিক আয়োজন এই বংশীবাদন সন্ধ্যা বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি ও উপদেষ্টা ডা. তসলিম চৌধুরী।
অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণ করে বংশীবাদন সন্ধ্যা উপভোগ করার আহ্বান জানান তারা।