28.7 C
Chittagong
বুধবার, ৭ জুন ২০২৩
প্রচ্ছদঅপরাধমিরসরাইয়ে পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক

মিরসরাইয়ে পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক

  মিরসরাই প্রতিনিধি

মিরসরাই থানা পুলিশের পৃথক অভিযানে রাসেল সিকদার (২৩) ও শিরিন আক্তার শিরিনা (৩৮) নামের দুই মাদক কারবারি আটক হয়েছেন।

বৃহস্পতিবার (২৫মে) সকালে আটকদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে বুধবার (২৪ মে) বিকেলে উপজেলার মীরসরাই পৌরসভার তারাকাটিয়া এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের পশ্চিম লেনের চট্টগ্রাম থেকে ছেড়ে আসা গ্রীনলাইন এসি বাস থেকে ১৪’শ পিস ইয়াবাসহ শিরিন আক্তার।

একইদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পৌরসভা পাকা রাস্তার উপর থেকে ৩কেজি গাঁজাসহ রাসেল সিকদারকে আটক করা হয়।

আটক শিরিন কক্সবাজার সদর থানার দক্ষিণ রুমালিয়াছড়া এলাকার মোজাম্মেল হকের স্ত্রী এবং রাসেল বরগুনা জেলার পাথরঘাটা থানার গহরপুর এলাকার নুরুল আমিনের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

সিএস

সর্বশেষ