
কক্সবাজার থেকে সৌদিয়া বাসে করে ইয়াবা নিয়ে আসার সময় চট্টগ্রামে এসে ধরা খেলেন মোহাম্মদ রুবেল (৩০) নামের এক যুবক। এসময় তার কাছ থেকে তিনহাজার ৭শ’ ত্রিশ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
২৫ মে, বৃহস্পতিবার সকালে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (উত্তর)’র একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার মোহাম্মদ রুবেল টেকনাফ থানার সাবরাং এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (উত্তর)’র উপপরিদর্শক মো. ছানাউল্লাহ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহআমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ ছানাউল্লাহ মিয়াকে গ্রেফতার করা হয়। ছানাউল্লাহ মিয়া কক্সবাজার থেকে ইয়াবা গুলো নিয়ে আসছিলো।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যোগ করেন তিনি।
এসইউ/ জাউসা