
আনোয়ারা উপজেলায় মাদ্রাসা পড়ুয়া বন্ধুকে খুনের ঘটনায় ৩৩ বছর পর আসামি মো. শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব-৭।
২৫ মে, বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭’র জনসংযোগ কর্মকর্তা নুরুল আবছার।
তিনি বলেন, ভিকটিম মো. সবুর ও আসামি সাহাবুদ্দিন একই মাদ্রাসায় লেখাপড়া করত। তাদের মধ্যে কোন বিষয় নিয়ে ঝগড়া হলে বন্ধু সবুরকে পেরেকযুক্ত লাঠি দিয়ে পিটিয়ে খুন করে সাহাবুদ্দিন। এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে আনোয়ারা থানায় মামলা দায়ের করলে বিচারকার্য শেষে সাহাবুদ্দিকে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত।
ঘটনার পর থেকে দীর্ঘ ৩৩ বছর আত্মগোপনে থাকে সাহাবুদ্দিন। তাকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরধারী শুরু করে র্যাব-৭। একপর্যাযে র্যাব জানতে পারে আসামি বায়েজিদ বোস্তামী থানার বিআরটিসি মোড় এলাকায় অবস্থান করছে-এমন সংবাদের ভিত্তিতে ২৪ মে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব ।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
এসইউ