
ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে এসে ফেরার সময় বিশ হাজার পিস ইয়াবা পাচারকালে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কর্মকর্তা ও তার স্ত্রী আটক হয়েছেন। আটককৃতরা হলেন, রেজাউল করিম (৪৭) ও মলিনা পাশা (৪৩)।
২০ মে, শুক্রবার রাত ১০টার দিকে শহরের কলাতলী গ্রিন লাইন কাউন্টার থেকে তাদের আটক করা হয়। এসময় ব্যাগ তল্লাসী করে ইয়াবাগুলো উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফত।
টেকনাফ মাদক নিয়ন্ত্রণ অধিদফতর উপ পরিদর্শক তুন্তু মণি চাকমা জানান, আটক রেজাউলের পরিবার কক্সবাজার বেড়াতে এসেছিল। যাওয়ার সময় ইয়াবাগুলো কৌশলে ঢাকায় পাচারের জন্য মজুদ রাখেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা কলাতলী ডলফিন মোড়ের গ্রিন লাইন কাউন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করে।
তাদের ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। আটক রেজাউল নিজেকে ১৬ এপিবিএন এর উপ-পরিদর্শক দাবি করছেন। জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত রয়েছেন বলে জানান। যার সত্যতা যাচাই করা হচ্ছে।
এ বিষয়ে জানতে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) হাসান বারী নুরের মোবাইলে এধিকবার কল দেওয়া হলেও রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক পদবীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,ইয়াবাসহ সস্ত্রীক আটক ব্যক্তি এপিবিএন পুলিশের সদস্য’।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তুন্তু মণি চাকমা।
সিএস