
ইয়াবা নয়, দলীয় বর্ধিত সভায় কয়েকজন নেতাকে মারধরের ঘটনায় আবারও আলোচনায় টেকনাফের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদি। হামলার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি নিয়ে দলের মধ্যে চলছে তোলপাড়।
ভিডিও দেখা গেছে, টেকনাফে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় সভায় জেলা কমিটির সাংগঠনিক কমিটির সদস্য সাবেক এমপি আব্দুর রহমান বদির হাতে মারধরের শিকার হয়েছেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউসুফ মনো ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ ভুট্টো। শুক্রবার (২২ এপ্রিল) বিকাল ৩ টায় সভা শুরু হয়ে শেষ পর্যায়ে ইফতারের ঠিক আগে টেকনাফ উপজেলা পরিষদের মিলনায়তনে এ ঘটনা ঘটে।
জানা যায়, সভা চলাকালে সাবেক এমপি বদি একপেশে সিদ্ধান্ত জানিয়ে কথা বলায় তার প্রতিবাদ জানায় ইউসুফ মনো।
এতে এক পর্যায়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির রেশ ধরে জেলা সাংগঠনিক টিমের প্রধান ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রাজা শাহ আলম চৌধুরীসহ সাবেক এমপি আব্দুর রহমান বদির মন্ঞ্চ ছেড়ে বের হয়ে যান হল থেকে।
ভিডিওতে দেখা গেছে, ঠিক তার কিছুক্ষণ পর বদির নেতৃত্বে তার ভাই আবদুশ শুক্কুর, নুর মোহাম্মদসহ তাদের লোকজন সভা চলাকালে হলরুমে ঢুকে এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে মেঝেতে শুইয়ে ফেলেন। একেকজন তাকে একেক দিক থেকে ধরে তুলছেন আর ফেলছেন। আর শুক্কুর ও কয়েকজন সমানে বুকে, শরীরের নানা অংশে লাথি দিচ্ছেন। মারধর থামাতে এগিয়ে আসে পৌর আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ ভুট্টো। পরে তাকেও বেধড়ক মারধর করে তারা। এ সময় কক্সবাজার জেলা ও টেকনাফ উপজেলা আওয়ামী উপস্থিত নেতৃবৃন্দরা নীরব দর্শকের ভূমিকা পালন করে। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।