
নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র জয়’ সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে।
রবিবার (১০ সেপ্টেম্বর) দ্বীপে বসবাসকারী সাধারণ জনগণের মধ্যে এই চিকিৎসা সেবা দেয় নৌবাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বিভিন্ন ধরণের রোগ যেমন– সর্দি, জ্বর, কাশি, মাথা ব্যথা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্টের চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। ক্যাম্পেইনে সর্বমোট ৪৩২ জন রোগীর মধ্যে ৬১ ধরণের ২৩ হাজার ৬১০ পিস ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
সেন্টমার্টিন দ্বীপের জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরণের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় আইএসপিআর।
সিএস