28.3 C
Chittagong
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদকক্সবাজারগহিন পাহাড় থেকে হাত-পা বাঁধা তিন বনপ্রহরী উদ্ধার

গহিন পাহাড় থেকে হাত-পা বাঁধা তিন বনপ্রহরী উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক

নিখোঁজের তিন দিন পর কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড় থেকে বন বিভাগের পাহারা দলের অপহৃত তিন প্রহরীকে উদ্ধার করা হয়েছে। এসময় তাদের হাত-পা বাঁধা ছিল। তাদেরকে জীবিত পেয়ে খুশি সহকর্মীরা।

জানা গেছে, প্রায় দেড় শতাধিক স্থানীয় বাসিন্দা, বনকর্মী, পাহারা দলের পিসিজি সদস্য, পুলিশ ও স্থানীয় ইউপি সদস্যেরা অভিযানে অংশ নেন। সন্ত্রাসীরা ১৬ থেকে ১৮ জনের মতো ছিল।

০৪ সেপ্টেম্বর, সোমবার বেলা দুইটার দিকে টেকনাফের লেদা রোহিঙ্গা আশ্রয়শিবিরের পাহাড় থেকে স্থানীয় জনতা, পুলিশ ও বন বিভাগের লোকজন তাদের উদ্ধার করেন।

টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, টেকনাফে অপহৃত তিন বনপ্রহরীকে উদ্ধার করা হয়েছে। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

গত শুক্রবার মো. শাকের (২০), আবদুর রহমান (৪২) ও আবদুর রহিম (৪৬) নামের তিন বনপ্রহরী টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী বিটের নেচার পার্ক বনে পাহারা দেওয়ার সময় নিখোঁজ হন। পরদিন সকালে ফোনে পরিবারের সদস্যদের কাছে তিনজনের মুক্তিপণ দাবি করে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জোবাইর সৈয়দ জানান, পুলিশ এখনো পাহাড়ে অভিযানে রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

সিএস

সর্বশেষ