29.6 C
Chittagong
বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
প্রচ্ছদদেশজুড়েঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোলায় নিহত ৩

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোলায় নিহত ৩

  নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দেয়াল ধস ও গাছের ডাল ভেঙে বরিশাল জেলায় তিনজন নিহত। একই সাথে ঝড়ের তীব্রতা বাড়ায় বরিশাল জেলায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ২৫০ এর বেশি বাড়ি-ঘর এবং আংশিক বিধ্বস্ত হয়েছে আড়াই হাজার বাড়ি-ঘর।

বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, জেলায় তিনজন নিহতের মধ্যে বরিশাল নগরের রুপাতলীতে দেয়াল ধসে দুজনের মৃত্যু হয় এবং বাকেরগঞ্জ উপজেলায় গাছের ডাল ভেঙে পড়ে একজনের মৃত্যু হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, গাছের ডাল ভেঙে মৃত জালাল সিকদার (৫৫) বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের চর দাড়িয়াল এলাকার বাসিন্দা। এছাড়া দেয়াল ধসে নিহত দুজন হলেন হোটেল মালিক লোকমান হোসেন ও কর্মচারী মোকছেদুর রহমান। তাদের বাড়ি পটুয়াখালী জেলার বড়বিঘাই গ্রামে।

অপরদিকে প্রবল ঘূর্ণিঝড় রেমালের কারণে গোটা বরিশাল বিভাগে লন্ডভন্ড হয়েছে অসংখ্য গাছপালা। শহর ও গ্রাম মিলিয়ে পানিবন্দি আছেন অনেক মানুষ। ফসলি জমি, রাস্তাঘাট পানিতে তলিয়ে রয়েছে। সেই সঙ্গে মধ্যরাত থেকে এ পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন বরিশাল।

সর্বশেষ