
হরতালে নাশকতা ঠেকাতে ঢাকাসহ সারাদেশে ২৩৫ প্লাটুন বিজিবি নেমেছে। ঢাকা ও আশপাশের জেলাগুলোতে টহল দিচ্ছে ২৮ প্লাটুন বিজিবি।
১৯ নভেম্বর, রবিবার বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
এক বার্তায় বলেন, “সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে ২৩৫ প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।”
সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের পর বিএনপি হরতাল ডাকে। এরপর একে একে পাঁচ দফায় ১১ দিন অবরোধ করে বিএনপি ও মিত্র দল জামায়াত। বিএনপির এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে সমমনা দলগুলোও।
এর মধ্যে নির্বাচন কমিশন ৭ জানুয়ারি ভোটের তারিখ রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করলে তা প্রত্যাখ্যান করে রবি ও সোমবার ৪৮ ঘণ্টার হরতাল ডাকে বিএনপি।
দ্বাদশ জাতীয় নির্বাচনে আগে আগে এসব কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। দফায় দফায় অবরোধে সারা দেশে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।