28.3 C
Chittagong
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামসাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ দোকানিকে জরিমানা

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ দোকানিকে জরিমানা

  প্রতিনিধি

সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ট্রেড লাইসেন্স ও মূল্য তালিকা না থাকা এবং অপরিস্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে দোকান পরিচালনা করার অপরাধে ৪ মামলায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস। এসময় দোকানিদের পণ্যের দাম স্বাভাবিক রাখা, মূল্য তালিকা প্রদর্শন করা, মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রয় না করার জন্য সতর্কতা মূলক নির্দেশনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস বলেন, জনস্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। এসময় স্যানিটারি ইন্সপেক্টর সারওয়ার কামাল সহ পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

এসইউ

সর্বশেষ