
আমার চেষ্টা থাকবে মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে স্বল্প সময়ে কালুরঘাট সেতুর অন্তত ভিত্তিপ্রস্তর স্থাপন করার। এক্সট্রা প্লেয়ার হিসেবে ধরুন ১০ মিনিটের জন্য খেলতে নেমেছি, সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব। লক্ষ্য হচ্ছে গোল করা এমনটাই জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নোমান আল মাহমুদ।
আজ বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে বোয়ালখালী উপজেলা পরিষদের অডিটোরিয়াম ‘স্বাধীনতা’তে বোয়ালখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেন, কালুরঘাট সেতু, সুপেয় পানি, রাস্তাঘাট, নদী ভাঙ্গন, শিল্প বর্জ্যের দূষণ, সিএনজি অটোরিকশার টোকেন বাণিজ্যের অভিযোগ হচ্ছে বোয়ালখালীর অন্যতম প্রধান সমস্যা। রাতারাতি এ সমস্যার সমাধান হবে, এটা আশা করা যায় না। তবে আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে এগিয়ে যাব। আমার রাজনৈতিক কমিটমেন্ট আছে।
বোয়ালখালীতে সুপেয় পানির সংকট বিষয়ে তিনি বলেন, ওয়াসার ভান্ডালজুরি প্রজেক্ট বোয়ালখালীতেই। সুতরাং বোয়ালখালীর মানুষ পানি পাবে না, তা কি করে হয়। এ নিয়ে আমি ও আ জ ম নাছির ভাই ইতোমধ্যে ওয়াসার এমডির সাথে কথা বলেছি। এছাড়া নলকূপ বসানো নিয়েও রয়েছে নানা অভিযোগ। সবার স্বার্থে নলকূপ যাতে বসে সে ব্যবস্থাও আমরা করব।
সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেন, প্রয়াত বাদল ভাই ও মোছলেম ভাইয়ের অসমাপ্ত কাজ অল্প সময়ে সম্পন্ন করার জোর চেষ্টা থাকবে আমার।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, সাংবাদিক মুজাহিদুল ইসলাম, আবুল ফজল বাবুল, কাজী আয়েশা ফারজানা, এম এ মান্নান, প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের, সাধারণ সম্পাদক সেকান্দর আলম বাবর, সেলিম চৌধুরী, সিরাজুল ইসলাম ও ডা. অধীর বড়ুয়া প্রমুখ।
এসইউ