
নকল স্বর্ণের বার’র লোভ দেখিয়ে বশীকরণের পর প্রতারণার ফাঁদ পেতে নিরীহ মানুষদের স্বর্ণালংকার ও নগদ অর্থ আত্মসাৎকারী নারীসহ চার প্রতারক গ্রেফতার হয়েছেন। এসময় তাদের কাছ থেকে এক জোড়া চেইনযুক্ত কানের স্বর্ণের দুল, দুটি পিতলের তৈরি নকল স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে এ কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা।
২২ মে, সোমবার পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, গত রোববার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ মোজাফরাবাদ কলেজ এর সামনে মহাসড়কের উপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পটিয়া থানা পুলিশের একটি দল।
এরা হলেন, চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার গাছবাড়িয়া হাসিমপুর ইউনিয়নের পূর্ব ছৈয়দাবাদের মৃত আব্দুল শুক্কুরের ছেলে নুরুল আমিন প্রকাশ সরোয়ার (৩৭), একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো. শহীদ (৩০), কক্সবাজার জেলার চকরিয়া থানার সাহারবিল ইউনিয়নের ০৯ নং দক্ষিণ নয়াপাড়া ওয়ার্ডের মৃত আবুল শামার ছেলে শমসুল আলম (৩২) ও একই জেলার স্বামী শমসুল আলমের স্ত্রী জনুয়ারা বেগম (২৫)।
তিনি আরও বলেন, গোপন সংবাদ পেয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার, এস.এম শফিউল্লাহর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার পটিয়া সার্কেল ড. আশিক মাহমুদের তত্বাবধানে, অফিসার ইনচার্জ প্রিটন সরকারের নেতৃত্বে এসআই মো. মামুন ভূঁইয়া সঙ্গীয় অফিসার-ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণামূলক ভাবে স্বর্ণালংকার ও নগদ অর্থ আত্মসাৎ করেছে স্বীকার করে। এ ঘটনায় প্রতারণার মামলা দায়েরের পর তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হযেছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
সিএস/ জাউসা