22 C
Chittagong
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদবন্দর নগরীআগুনে পুড়লো জাহাঙ্গীরের কপাল

আগুনে পুড়লো জাহাঙ্গীরের কপাল

  নিজস্ব প্রতিবেদক

গ্যারেজে ছিল ২৬টি গাড়ি। তারমধ্যে ২০টি সিএনজি চালিত অটোরিকশা, ৫টি মোটরসাইকেল ও একটি রিকশা। মধ্যরাতে লাগা আগুনে মুহুর্তের মধ্যে সবই শেষ। গ্যারেজে থাকা গাড়িও পুড়লো সাথে কপালও; বলছিলাম হালিশহরে সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজের মালিক জাহাঙ্গীরের কথা। হালিশহর থানার বউ বাজার এলাকায় খাজা হোটেলের পাশে তার সিএনজি অটোরিকশার গ্যারেজ। কাঁচা ঘুমে গভীর রাতে বেজে ওঠলো মোবাইল ফোন- বললো, গ্যারেজে আগুন জ্বলছে।

গতকাল (রবিবার) মধ্যরাতে দাউ দাউ করে আগুনে জ্বলে উঠল জাহাঙ্গীরের সিএনজি অটোরিকশার গ্যারেজ। মুহুর্তের মধ্যে গ্যারেজে থাকা ২৬টি গাড়ি পুড়ে কয়লা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মো. লাকমান হোসেন নামের একজন বলেন, রাতে প্রহরী থাকে যে ওখানে আগুন দেখে আমি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিই। পরে ফায়ার সার্ভিস এসে কাজ করে। আগুন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা বের করতে পারছে৷ ভেতরে থাকা বাকি সবকিছু পুড়ে গেছে।

হালিশহর থানার ওসি মো. কায়সার হামিদ বলেন, ‘ফায়ার সার্ভিস আর গ্যারেজ মালিক জাহাঙ্গীর আলমের তথ্যানুযায়ী, বৈদ্যুতিক শট সার্কিট থেকে ওই আগুন লেগেছিল। আগুনে ওই গ্যারেজের প্রহরী দগ্ধ হয়েছেন, তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা খান খলিলুর রহমান বলেন, ‘আমরা রাত পৌনে দুইটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিভিন্ন ধরনের ২৬টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার আর্থিক পরিমাণ ৫০ লাখ টাকার মতো।

সর্বশেষ