28.3 C
Chittagong
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদবন্দর নগরীচট্টগ্রামে বালিশ চাপা দিয়ে শাশুড়িকে হত্যা করলো মেয়ের জামাই

চট্টগ্রামে বালিশ চাপা দিয়ে শাশুড়িকে হত্যা করলো মেয়ের জামাই

  নিজস্ব প্রতিবেদক

নগরীতে শাশুড়িকে হত্যার দায়ে মো. আজিম (৫৩) নামের মেয়ের জামাইকে গ্রেফতার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানিয়েছে পুলিশ।

১১ সেপ্টেম্বর, সোমবার সকালে ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. আজিম উপজেলার শিকলবাহা ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, আজিম পেশায় দিনমজুর। আর পারভীন কাজ করতো গার্মেন্টসে। গতকাল রোববার সকালে পারভীন কর্মস্থলে যাওয়ার পর আজিম তার শাশুড়িকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর তিনি পালিয়ে যা্য়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, ‘গতকাল রোববার (১০ সেপ্টেম্বর) খবর পেয়ে পুলিশ রুমা আক্তারের (৫০) লাশ উদ্ধার করে। খুন করার পর আজিম মোবাইল বন্ধ করে পালিয়ে যায়। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে ও গোপন সংবাদের ভিত্তিতে প্রায়ই আট ঘণ্টা অভিযান চালিয়ে তাকে আমরা গ্রেফতার করি। সে খুনের কথা স্বীকার করেছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাশুড়িকে নিয়ে পরিবারে নানা বিষয়ে অশান্তি সৃষ্টির ক্ষোভে পূর্ব পরিকল্পিতভাবে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে এই খুন করেছেন বলে তিনি জানিয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি সঞ্জয় সিনহা।

সিএস

সর্বশেষ