
টিভি চ্যালেন, দৈনিক পত্রিকাসহ অনলাইন পোর্টালে প্রচার ও প্রকাশিত অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ৬ জন সাংবাদিককে আর্থিক সম্মাননা, ক্রেস্ট ও সনদ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল সাংবাদিক সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম। আগামী ১০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর অনুসন্ধানী প্রতিবেদন জমা নেওয়া হবে।
৩ সেপ্টেম্বর. রোববার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে সিআরএফ নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী আবুল মনসুর।
সভায় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি হাসান ফেরদৌস, সহ-সভাপতি আলমগীর অপু, সাধারণ সম্পাদক আলীউর রহমান, যুগ্ম সম্পাদক গোলাম মওলা মুরাদ, অর্থ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক জালালউদ্দিন সাগর, ক্রীড়া সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুল ইসলাম পারভেজ, নির্বাহী সদস্য জুবায়ের সিদ্দিকী, শাহ আজম, কামাল পারভেজ প্রমুখ।
পেশাগত উন্নয়ন ও দক্ষতাবৃদ্ধির জন্য কর্মশালা আয়োজন করার পাশাপাশি সাংবাদিকদের উৎসাহিত করতে বেস্ট রিপোর্টার্স অ্যাওয়ার্ড ২০২২-২০২৩ প্রদানের সিন্ধান্ত গৃহিত হয়।
সংগঠনের সভাপতি কাজী আবুল মনসুর জানান, চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা প্রতিযোগিতা উন্মুক্ত। তিনি বলেন, অংশগ্রহণকারী প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের প্রকাশিত প্রতিবেদনের দু’ কপি পত্রিকা সংগঠনের ৮ বঙ্গবন্ধু ভবন, চেরাগি পাহাড় কার্যালয়ে জমা দিতে হবে। ইলেকট্টনিক ও অনলাইন মিডিয়ার অংশগ্রহণকারীদের crfoffice2018@gmail.com ইমেইলে প্রকাশিত সংবাদের লিংক প্রদান করতে হবে।
উল্লেখ্য, ১ জুলাই ২০২২ সাল থেকে ৩০ জুন ২০২৩ সাল পর্যন্ত প্রচার ও প্রকাশিত অনুসন্ধানী যে কোনো প্রতিবেদন এই প্রতিযোগিতার আওতাভুক্ত হবে।
জাউসা