28.7 C
Chittagong
বুধবার, ৭ জুন ২০২৩
প্রচ্ছদবন্দর নগরীজেলা প্রশাসনের অভিযানে দখলমুক্ত হলো রেলওয়ের ৩০ শতক জায়গা

জেলা প্রশাসনের অভিযানে দখলমুক্ত হলো রেলওয়ের ৩০ শতক জায়গা

  নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলা প্রশসানের উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে ত্রিশ শতক জায়গা ফিরে পেয়েছে রেলওয়ে। যার আনুমানিক মূল্য বিশ কোটি টাকা। দীর্ঘ দিন ধরে উদ্ধারকৃত জায়গায় দোকানপাট ও অবৈধ স্থাপনা নির্মাণ করে দখলদারদের দখলে ছিল বলে জানা গেছে।

২৫ মে, বৃহস্পতিবার নগরীর সিটি কলেজ সংলগ্ন নিউমার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালাত। রেলওয়ে স্টেট অফিসার সহ অন্যান্য কর্মকর্তা ও সিএমপি এবং আরএনবি অভিযানে সহায়তা করেন।

এরআগে রেলেওয়ের জায়গায় অবৈধভাবে নির্মিত দোকানপাট ও স্থাপনা উচ্ছেদের সহযোগিতা চেয়ে আবেদন করা হয়ে। রেলওয়ের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক এ উচ্ছেদ অভিযানের আদেশ দেন।

এ বিষয়ে চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, অভিযানে প্রায় ২০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করে রেলওয়েকে বুঝিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী এসব দোকান অবৈধভাবে নির্মাণ করে ব্যবসা করে আসছিল।

সিএস

সর্বশেষ