28.7 C
Chittagong
বুধবার, ৭ জুন ২০২৩
প্রচ্ছদবন্দর নগরীচট্টগ্রামের হজযাত্রীরা পেলেন পিএইচপির উপহার

চট্টগ্রামের হজযাত্রীরা পেলেন পিএইচপির উপহার

  নিজস্ব প্রতিবেদক

হজযাত্রীদের উপহার হিসেবে স্ন্যাকস বক্স (খাবার) দিয়েছে পিএইচপি ফ্যামিলি। চট্টগ্রাম থেকে হজের শেষ ফ্লাইট পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানা গেছে।

২৩ মে,মঙ্গলবার ভোরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনায় যাওয়া প্রথম ফ্লাইটের ৪১৯ হজযাত্রীকে এ উপহার দেওয়া হয়। পিএইচপি ফ্যামিলির সেবামূলক এ কাজের প্রশংসা করেন হজযাত্রীরা।

এ সময় উপস্থিত ছিলেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ, পিএইচপি ফ্যামিলির ডিজিএম ইনতেখাব আলম মান্না প্রমুখ।

পিএইচপিদেশের অর্থনীতিতে অবদান রাখা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম সফল ও অনুকরণীয় ব্যবসায়ী সুফি মিজানুর রহমানের হাতে গড়ে পিএইচপি ফ্যামিলি। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সমাজসেবা আর শিক্ষায় অবদান রেখে আসছে পিএইচপি ফ্যামিলি

ইনতেখাব আলম মান্না বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানদের সেবা করতে পেরে আমরা খুশি।

সিএস/ জাউসা

সর্বশেষ