28 C
Chittagong
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
প্রচ্ছদবন্দর নগরীচবি’র এ ইউনিটের ফল প্রকাশ

চবি’র এ ইউনিটের ফল প্রকাশ

  নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের আওতায় বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সকল বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

২২ মে, সোমবার সকাল সাড়ে ১১টায় এ ফলাফল প্রকাশিত হয়। পরীক্ষায় শতকরা ৫৫ ভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

এ ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন ৪০ নম্বর পেয়ে পাস করেছেন ২৬ হাজার ৯০৭ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৪৫ দশমিক ২২ ভাগ। সর্বনিম্ন ৪০ নম্বর না পেয়ে অকৃতকার্য হয়েছেন ৩২ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ৫৪ দশমিক ৭৮ ভাগ। ওএমআর শিট বাতিল হয়েছে ৫৯৭টি।

ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট‌ (https://admission.cu.ac.bd) ও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে (University of Chittagong) দেখা যাবে।

সিএস

সর্বশেষ