
নগরীর কোতোয়ালী থানাধীন রাইফেলস ক্লাবের সীমানাপ্রাচীর সংলগ্ন অবৈধ দখলকারীদের গড়ে তোলা ১১টি দোকানঘর উচ্ছেদ করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জামিউল হিকমাহ।অভিযানের মাধ্যমে পাঁচ কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়েছে।
২১ মে, রোববার কোতোয়ালী থানার আমতল মোড়ে ক্লাবটির পশ্চিম অংশে গড়ে তোলা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নগরীর আমতল মোড়সংলগ্ন ক্লাবটির সীমানার ওপর কাঁচা-পাকা দোকানঘর নির্মাণ করে ব্যবসা করছিল কিছু অবৈধ দখলদার। উচ্ছেদ অভিযানে ওই দোকানগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও আনসার সদস্যরা।