
হঠাৎ পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়াসহ নানান কারণে পেঁয়াজের পাইকারি বাজারে অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় মূল্য তালিকা না থাকাসহ ক্রয়-বিক্রয় রশীদ সংরক্ষণ না করার কারণে তিন দোকাদিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
২১মে, রবিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুকের নেতৃত্বে এই অভিযান চালায় চট্টগ্রাম জেলা প্রশাসন। অভিযানে আড়তদারদের জরিমানা পাশাপাশি সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক বলেন, বাজারে বিভিন্ন দোকানে জরিমানা করার পাশাপাশি মনিটরিং অব্যাহত থাকবে। এছাড়াও বাজারে পাইকারি এবং খুচরা ব্যবসায়ীর মধ্যে মধ্যসত্ত্বকারী একটা সিন্ডিকেট আছে যারা পণ্যের দাম বৃদ্ধিতে অনেকাংশে দায়ী। এইখানে ডিমান্ড অর্ডার ( DO ) এর মাধ্যমে শুধুমাত্র একটি ক্রয়রশীদ বিক্রি হয় ১০ জনের অধিক ব্যবসায়ীর কাছে। আমরা বিভিন্ন ট্রেডিং এর দোকান থেকে ৬০০ এর উপরে মধ্যসত্বভোগীদের নাম এবং মোবাইল নাম্বার সংগ্রহে নিয়েছি যাদের মাধ্যমে একটি পণ্যের দাম হাত বদল হয়ে হয়ে দাম বাড়তে থাকে।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, বাজার মনিটরিং আব্যাহত আছে। যে কোনো ভোগ্যপণ্যের দাম বাড়ানোর চেষ্টায় যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সিএস