
এক ভাই প্রবাসে, দুই ভাই দেশে। প্রবাস থেকে পরিবারের কাছে পাঠানো টাকা নিয়ে বিরোধ বড় ভাই ইউনুসের সঙ্গে ছোট ভাই আব্দুর রহিমের। কিন্তু এই টাকার জন্য পরিবারের এক সদস্যকে হারাতে হবে তাই বা কে জানতো। বান্দরবানের লামায় প্রবাসী ভাইয়ের পাঠানো টাকার ভাগাভাগি নিয়ে পুষে রাখা বিরোধের জেরে দেশে থাকা বড় ভাই ইউনুস ছোট ভাই আব্দুর রহিমকে খুন করে। খুন করেই খান্ত হননি বড় ভাই। খুনের পর ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে ছোট ভাইয়ের মরদেহ জঙ্গলে ফেলে দেয়; পুলিশের কাছে এমন স্বীকারোক্তি খুনি বড় ভাইয়ের।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার ফাইতং ইউনিয়নের রাঙাঝিরি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আব্দুর রহিম (৩৫) একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, বিদেশ থেকে প্রবাসী এক ভাইয়ের পাঠানো টাকার ভাগাভাগি নিয়ে ছোট ভাই আব্দুর রহিম ও বড় ভাই ইউনুসের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে বড় ভাই ছোট ভাইকে খুন করে তার মরদেহ জঙ্গলে ফেলে দেন।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জঙ্গল থেকে আব্দুর রহিমের মরদেহ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য পরিবারের ছয় সদস্যকে থানায় নিয়ে যায়। পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে ছোট ভাইকে হত্যার কথা স্বীকার করেন বড় ভাই ইউনুস। খুন করার পর মরদেহটি জঙ্গলে ফেলে দেন বলেও জানান তিনি।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, বড় ভাই ছোট ভাইকে খুন করে মৃতদেহ জঙ্গলে লুকিয়ে রেখে ঘটনা ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা চালান। পরে ৫ ঘণ্টার জিজ্ঞাসাবাদে টাকার জন্য ছোট ভাইকে খুন করার কথা স্বীকার করেন বড় ভাই। পরে আসামি মো. ইউনুসকে গ্রেফতার দেখিয়ে বাকিদের ছেড়ে দেয়া হয়।
সিএস